পর্যালোচনা

#টাইগার_জিন্দা_হ্যায়

Posted on Updated on

কার্নিভাল সিনেমাতে এইমাত্র দেখে ফিরলাম ‘টাইগার জিন্দা হ্যায়’ । আদ্যপান্ত অ্যাকশনে ভরপুর এই সিনেমা সলমন ভক্তদের তো বটেই, সলমন ভক্ত না হলেও অ্যাকশন সিনেমা পছন্দ করে এমন মোটামুটি সকলেরই ভাল লাগবে । ছবিতে টাইগারের চরিত্রে অভিনয় করা ‘সলমন’ বয়সের ভারে খানিকটা যেন ন্যুব্জ । তা সত্ত্বেও পর্দায় সলমনের উপস্থিতির মধ্যে একটা উন্মাদনা আছে, তাতেই দর্শককে কাত করার চেষ্টা । বুড়ো হাড়ে ভেলকি আর কি ! বাকি সবার অভিনয় ভাল । পরেশ রাওয়াল মানানসই । তবে ছবির আকর্ষণ অনেকটা বাড়িয়ে তুলেছে আবু উসমানের ভূমিকায় ‘সাজ্জাদ দেল-আফরুজ’ এর অনবদ্য অভিনয় । তার কথাবার্তা, চলাফেরা, চাহনির শীতলতা জঙ্গি নেতার চরিত্রকে জীবন্ত করে তুলেছে । ছবির অ্যাকশন সিকোয়েন্স বেশ ভাল । আদ্যপান্ত বিদেশে শুটিং, হলিউডের ধাঁচের অ্যাকশন, বিদেশী কলাকুশলীদের উপস্থিতি ছবিকে আলাদা মাত্রা দিয়েছে । অ্যাকশন সিনেমা হিসেবে সফল এই সিনেমা দেখে আসতে পারেন সময় করে । ভাল লাগবে ।

Qarib Qarib Singlle

Posted on

দেখে এলাম ইরফান খান এবং পার্বতী তীরুবতী অভিনীত ও তনুজা চন্দ্র পরিচালিত ‘করিব্ করিব্ সিঙ্গেল’ । একটা ডেটিং সাইট মারফৎ যোগী (ইরফান খান) আর জয়া-র (পার্বতী তীরুবতী) আলাপ হয় । জয়া অল্প বয়সেই বিধবা হয়েছে, অন্যদিকে যোগী তিন-তিনটে প্রেম করা সত্বেও বিয়ে করেনি এখনো । একদিকে চাকুরিজীবি, স্বাবলম্বী জয়া যতটা গম্ভীর, গোছানো, চুপচাপ, ব্যক্তিত্বময়, অন্যদিকে কবিতাপ্রেমী এবং কবি যোগী ততটাই অগোছালো, আত্মভোলা প্রকৃতির মানুষ । দুচারদিন কথাবার্তার পর যোগীর প্রস্তাবে সাড়া দিয়ে দুজনে তাঁদের প্রাক্তন সম্পর্কগুলো ফিরে দেখতে রওনা হবে দেশের বিভিন্ন প্রান্তে । এই সমগ্র যাত্রার মধ্যেই একে অপরকে ভালোবেসে ফেলবে দুজনে ।
ইরফান খানের অপূর্ব অভিনয়ের ব্যাপারে বলার বিশেষ কিছু নেই । দক্ষিণী নায়িকা পার্বতী তীরুবতীর অভিনয় প্রশংসার দাবী রাখে । ছোট ছোট মুহূর্তগুলো এত নিপুণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন যে থিয়েটারের বাইরে বেরিয়ে এসেও তার অনুরণন চলতে থাকে মনের মধ্যে । পরিচালনা এবং সিনেমাটোগ্রাফি মোটামুটি ভালোই । সবথেকে বড় পাওনা ছবির সংলাপ । অফুরন্ত হাস্যরসের যোগান দিয়েছে ছবির সংলাপ । সবমিলিয়ে সপ্তাহান্তে দেখার মতো একটা ভাল ছবি ‘Qarib Qarib Singlle’ ।