অনুকবিতা

প্রেমের দাম-৫

Posted on Updated on

জানি তোকে ছাড়া, আজ
কেউ নেই আর
জানি তুই ছাড়া, পথ
নেই পালাবার
তুই আছিস বলেই,
মরে মরে বেঁচে থাকি
তুই থাকবি বলেই, বাসনা
আবার বাঁচার

দিগন্ত নেই, তোর
না আছে দিক
জানি না মিথ্যা, নাকি
পুরোটাই ঠিক
যুক্তির গলিপথে
হাতড়ে বেড়াই, আমি
জানি না আসল নাকি
স্বপ্ন অলীক

যেই জন ভালবেসে
সব দিয়ে দিল
হিসেব করে না সে
কি নিলো না, কি নিলো
তাঁর ভালবাসাতে
পাগল হলে আমি
সব ভুলে ভুলবো না
প্রেম হয়েছিল ।

04.11.2017
©রাজীব দাস

প্রেমের দাম-৪

Posted on Updated on

ওমা ! সেকি ! প্রেম জানিয়েছে !
ও মেয়ে বড় বাচাল ।
না গো দিদি, হতভাগী আমার
ভালোবাসার কাঙাল ॥

প্রেমের দাম-৩

Posted on

যদি বল দাম দেবে
ভালবাসা কিনে নেবে হাটে
তবে তোমার অহং-এর গালে
প্রেমের চড় পড়বে সপাটে

যদি বল মন দেবে
মন চাই বিনিময়ে তার
দেহ পেলে হয়তো পেতে পার
মন কভু হবে না তোমার

যদি বল প্রেম দেবে
ভালবাসা লুটে নেবে প্রিয়ে
তবে বলি লুটপাট ছেড়ে
অনুভব কর মনপ্রাণ দিয়ে

যদি বল সব দেবে
বিনিময়ে চাই না যে কিছু
নিঃস্ব তুমি চলে যাবে যেথা
প্রেম যাবে তোমার পিছু পিছু
©রাজীব দাস
২০/১০/২০১৭

প্রেমের দাম-২

Posted on

দিলের হাটে দিলওয়ালা সব
মধুর খোঁজে ভ্রমর হয় ।
ভালবাসা বিপজ্জনক
প্রেমটা তাঁদের কম্ম নয় ॥

প্রেমের দাম

Posted on Updated on

প্রাণের আকুতি নিয়ে, যে মেয়ে
চেয়েছে তোমায়
মূল্য দিলে পাওয়া যায়, যেনো
এ ভালবাসা সে ভালবাসা নয় . . .

অকালমৃত্যু

Posted on Updated on

বুনোফুল আর সবুজ নালিঘাসগুলো,
ওরাও তো বাঁচতে শিখেছিল ;
তবু ওদের বাঁচতে দিল না হায়,
কালো পিচ, কংক্রিট আর ধোঁয়া ওঠা কারখানায়,
আমার শহর কলকাতায়.

রাজীব
০৩-০৫-২০১৬

যেতেই হবে আজ রাতে

Posted on Updated on

সূর্য ডুবে গেছে, সন্ধ্যে অতিক্রান্ত,
রাতজাগে একটা মোমবাতি, দুটো চোখ, বড় ক্লান্ত ;
শুনতে পাচ্ছ কি? রাতের কড়ানাড়া! দুয়ারে শমন. . অভ্রান্ত,
ডাক এসেছে, যেতেই হবে, আজ রাতে.

রাজীব
০৩-০৫-২০১৬

বেরঙিন সব স্বপ্নগুলো

Posted on Updated on

আধেককালীন হৃদয় ভাঙে,
চোরাস্রোতের হাতছানিতে,
বুকের ভেতর গনগনে আঁচ,
স্বপ্ন পোড়ে ছাইদানিতে;
প্রেম বিকোচ্ছে দেদার এখন,
সস্তা-দামী অনেকরকম,
নীলচে আঁধার, প্রেমিক আসে,
আত্মাকে নয়, শরীর নিতে.

রাজীব
০৩-০৫-২০১৬